ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় ‘মুজিবের মেয়ে’ মঞ্চায়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
শিল্পকলায় ‘মুজিবের মেয়ে’ মঞ্চায়িত ‘মুজিবের মেয়ে’ নাটকের দৃশ্য

ঢাকা: কাঁচখেলা রেপার্টরি থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির প্রথম প্রযোজনার নাটক ‘মুজিবের মেয়ে’।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মূল মিলনায়তনে মঞ্চায়ান হয় এ নাটক।

নাসরীন মুস্তাফা রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন ড. আইরিন পারভীন লোপা।
যেকোনো বাঙালির কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ ভালো থাকা খুব জরুরি। মুজিব না থেকেও আছেন, তার সন্তানসম দেশের অস্তিত্বে। এ দেশের টিকে থাকার স্বার্থে প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। আর মুজিব আদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করেন যিনি, তিনি মুজিবের মেয়ে। এমনই গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সায়েম সামাদ, তাবেদার-ই-রসুল চান্নু, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান, এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান, হাসিব হক, উজ্জ্বল, ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, অক্টোবর ৩০, ২০২১
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।