চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি লামিয়া নামে একটি লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাছিমা বেগম (৩৫) নামে নৌকার এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরের দিকে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শরীয়তপুর ডামুড্যা থেকে এমভি লামিয়া নামে একটি লঞ্চ ঢাকা যাওয়ার উদ্দেশে চাঁদপুরে আসছিল। ঘটনাস্থলে এলে লঞ্চটির সঙ্গে শহরের দিকে আসতে থাকা খেয়াঘাটের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটি নয়জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ সময় আটজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও ওই নারী নিখোঁজ হয়। আর পাড়ে উঠতে সক্ষমদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কায়সারুল ইসলাম আরও বলেন, লঞ্চটি দুর্ঘটনার পর চাঁদপুর ঘাট হয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত চলে যায়। সেখানে লোকজন ওই লঞ্চটিকে আটক করে। সেখান থেকে পরবর্তী সময়ে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর নৌথানায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে নিখোঁজ নারীর সন্ধ্যানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন কোস্টগার্ডের ডুবুরি দল।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস