ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুহিন তপুর প্রথম কবিতার বই প্রকাশ

শিল্পসাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
মুহিন তপুর প্রথম কবিতার বই প্রকাশ

ঢাকা: ‘দুঃখের নির্দিষ্ট কোনো বাবা নেই, আছে শুধু মা / এ কথা শুধু জানে বিরহ বাগানে হেঁটে যাওয়া পা। ’ লিখেছিলেন কবি মুহিন তপু।

সম্প্রতি প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘তীব্র জ্বরের মৌসুমে। ’

এ উপলক্ষে চট্টগ্রামের মোমেন রোডে প্রকাশনী সংস্থা চন্দ্রবিন্দুর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশক চৌধুরী ফাহাদ, কবি ও গদ্যকার সৈকত দে, কবি হাসান মসফিক, রিপন বড়ুয়া, হাসান জাবেদসহ শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্ধশতাধিক কবিতা নিয়ে চার ফর্মার বই ‘তীব্র জ্বরের মৌসুমে। ’ বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। দাম ২০০ টাকা। বাতিঘর, দেশলাই ও চন্দ্রবিন্দুর আউটলেটে পাওয়া যাবে বইটি।

মুহিন তপুর জন্ম খাগড়াছড়ির রামগড় উপজেলায়, ১৯৯৪ সালের ২০ সেপ্টেম্বর। কৈশোর থেকে তার আগ্রহের বিষয় শিল্প সাহিত্য। একসময় ঝুঁকে পড়েন কবিতায়।  

বিভিন্ন ছোট কাগজ ও ওয়েব ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।