ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শিল্পকলায় ‘দমের মাদার’ নাটক মঞ্চায়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
শিল্পকলায় ‘দমের মাদার’ নাটক মঞ্চায়িত মঞ্চায়িত হচ্ছে নাটক দমের মাদার।

ঢাকা: শিল্পকলা একাডেমিতে ভিন্নধর্মী গল্পের নাটক ‘দমের মাদার’ মঞ্চায়ন করেছে নাটকের দল নাট্যম রেপার্টরি।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

এটি ছিল নাটকটির ৫১তম মঞ্চায়ন।

সাধনা আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা।

যুগে যুগে কালে কালে ধর্মকে নিয়ে চলেছে নানা ধরনের ব্যবসা। দেশে দেশে ধর্মকে নিয়ে চলছে রাজনীতি। আলাদা হয়ে যাচ্ছে মানুষ মানুষের কাছ থেকে। এ যেন এক অন্ধ রাহুর গ্রাস আর এই রাহু গ্রাস যুগ থেকে যুগান্তরে সুন্দরকে, সত্যকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু অসুন্দর, অসত্য কখনো মানব কল্যাণের পথে বা মানবতার পথের অন্তরায় হতে পারে না। মাদার পীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে দমের মাদার নাটকের গল্প।
 
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির রহমান, শুভাশিষ দত্ত তন্ময়, পারভীন আখতার পারু, শামীমা আক্তার মুক্তা, ফজলে রাব্বি সুকর্ণ, দেলোয়ার হোসেন উজ্জল, জান্নাতুল ফেরদৌস হ্যাপি,তাহমিনা খানম, মনোহর দাস, অমিতাভ রাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।