ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা

মানুষ যে এক শরীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
মানুষ যে এক শরীর

মানুষ যে এক শরীরে একেবারে দু’ রকমের প্রাণী,
এ কথা কি বলেছেন কোনদিন বলেছেন কোনদিনও নিৎসে?
নিয়নডার্থাল নয়, সময়ের ধারা বেয়ে শিম্পাঞ্জির বংশধরই
জয়ী হলো শেষ পর্যন্ত এ মাটির বিশ্বে!

মহাশক্তিধর এক, গর্বোদ্ধত অস্ত্রশস্ত্রে বর্মধারী
তবু সে যে ক্ষুদ্র বাড়িয়েছে ভিখিরির হাত
এ কথা কি জানতেন সর্বদর্শী মহাকবি
এমনকী আমাদের রবীন্দ্রনাথ?

শিম্পাঞ্জিরা প্রতীক্ষায় আছে, তার যারা বংশধর
কিছুটা এগিয়ে এসেছে ইতিহাসে
তারাই গড়েছে এই ভয়াবহ বিপুল সভ্যতা
তারাই মেতেছে এর ধ্বংসের উল্লাসে!

আমি যে সামান্য একজন, যখন একলা হাঁটি
সঙ্গীহীন মনে হয় আছি বেশ সুখে
মানুষের প্রতি রাগ, ঘৃণা, চোখে জল আসা ভালোবাসা
একই সঙ্গে কী করে যে ধাক্কা মারে বুকে!

ওগো শিম্পাঞ্জিরা, তোমরা ক্ষণিক যৌনতা ছাড়া কিছুই
                                              জানো না

এবার উপুড় হতে শেখো, ভালোবাসো
ডারউইন সাহেব তো বলেছেনই, তবে আর দেরী কেন,
                                               গড়ে নাও

নতুন সভ্যতা শান্ত, স্নিগ্ধ ইতিহাস!


বন্ধ করো দাঁতখিঁচুনি, লাঙ্গুলের বেয়াদপি, ধরো ডান হাতে
অস্ত্র, যাতে বিষ নেই, শুধু প্রতিরোধ
সক্রেটিস বা স্পিনোজা নয়, এই কবি বলে যাচ্ছে
ওরা এসে মুছে দেবে জাতিবৈরী, সব হিংসা, ক্রোধ।

বাংলাদেশ স্থানীয় সময় ২৩০০, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।