ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ঢাবি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
অস্ট্রেলিয়ায় ঢাবি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি: অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের (DUAAA-ডুআ) বাৎসরিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ নভেম্বর) সিডনির ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে এ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মোদ্যোগী প্রাক্তণ শিক্ষার্থী সিডনিতে সংগঠনটি গড়ে তোলেন।

ডুআ’র সভাপতি মোস্তফা আবদুল্লাহ সবাইকে সাদর সম্ভাষণ ও ধন্যবাদ জানিয়ে সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু করেন।

তারপর সাধারণ সম্পাদক আনিস মজুমদার বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তিনি প্রতিবেদনে গত এক বৎসরে ডুআ’র কার্যক্রম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়া, ডুআ’র সদস্য সংখ্যা বর্তমানে ১৬৩ বলেও জানান তিনি।

তারপর আনিস মজুমদার আর্থিক প্রতিবেদন পেশ করার জন্য কোষাধ্যক্ষ কামরুল ইসলামকে আহ্বান জানান।

ডুআ’র বিভিন্ন বাস্তবমুখী কর্মসূজির মধ্যে বৃত্তি প্রদান একটি বিশেষ পদক্ষেপ বলে জানান সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ড. জাকিয়া হোসেন।
alumuni_2
তিনি আরও বলেন, ডুআ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন মেধাবী শিক্ষার্থীকে দুই বছর ধরে বৃত্তি প্রদান করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনি প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হোসনে আরা।

তিনি শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বলেন, আমাদের সময় মেয়েদের পড়াশোনা করা আজকের মতো সহজ ছিল না। অথচ আজকের বাংলাদেশে মেয়েরাই নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ড. আলী কাজী এবং রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির (RMIT) সহযোগী অধ্যাপক ড. শরীফ আস সাবের।

তারা বলেন, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রতিনিধিত্ব করছি।

সভাপতি তার সমাপনী ভাষণে উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সেইসঙ্গে নুতন কমিটি নির্বাচিত করার জন্য ডুআ সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল নাফিজা চৌধুরী মিনির ত্রিভিয়া কম্পিটিশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সঙ্গীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শুভ্রা, লুতফা ও মাসুদ।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ