ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অস্ট্রেলিয়া

সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ সভা

ঢাকা: ২০-দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালে সহিংসতায় বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রবাসী তরুণদের অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অ্যাগেনিস্ট ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম’ ওই প্রতিবাদ সভার আয়োজন করে।



‘সহিংসতা থামাও, মানুষ বাঁচাও’ স্লোগানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ড. ফরিদ আহমেদ, প্রফেসর শামস রহমান, ড. মোহাম্মদ আলম, আশরাফুল আলম, মফিজুল ইসলাম, মো. জেমস খান, ইফতি রাশদি, সানি সঞ্জয়, দীপক, মুক্তিযোদ্ধা আব্দুস সালেক ও কাজী মালেক, মো. ইউসুফ, আকিব আহমেদ প্রমুখ।

বক্তারা জানান ,বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা সন্ত্রাসী ও জঙ্গি আক্রমণে রূপ নিয়েছে। হরতাল-অবরোধের নামে ককটেল-পেট্রোল বোমা মেরে নির্মমভাবে মানুষ হত্যা করা হচ্ছে।

এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় তারা আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ