সিডনির বাঙালি কমিউনিটিসহ রোজল্যান্ড সিটি কাউন্সিলের অন্যান্য জাতিগোষ্ঠীর ভোটারদের সঙ্গে আলাপ করে জেনেছি, আমাদের তিনজন প্রার্থীর মধ্যে কমপক্ষে দুইজনের বিজয়ী হবার সম্ভাবনা ৯০ শতাংশ। ইতিপুর্বে অস্ট্রেলিয়াতে বাঙালিদের জন্য কখনোই এমন সুযোগ আসেনি।
প্রিয় বাঙালি ভাই-বোন-বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ। যেহেতু সুযোগ আছে, দয়া করে আমাদের তিনজন বাঙালি প্রার্থীকেই ভোট দিন। সব বাঙালি ভোট দিলে তিনজনই জয়ী হবেন, এতে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়ায় নিজেদের গৌরব, আত্মপরিচয়, মর্যাদা প্রতিষ্ঠিত করার এই তো সময়। আমাদের দ্বিধা-দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে হবে। আসুন জেগে উঠি, উঠতেই হবে। আসুন আমাদের ভাইদের সাহস জোগাই; পাশে দাড়াই। এখন না দাঁড়ালে আর কবে?
যদিও কেউ কেউ নিজ জাতির মানুষের অনেক নিন্দা-মন্দ করে; অন্য জাতির প্রশংসা করতে পছন্দ করেন। আমি তা করি না। কারণ, এ দেশে যখন এসেছিলাম, তখন একজন বাঙালিই আমাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন। আমি এখনও বিশ্বাস করি, আমি যেদিন মরে যাবো, আমার বাঙালি ভাইয়েরাই আমার লাশটি কাঁধে নেবে। দাফন-কাফন করবে কিংবা আমার লাশটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে।
বাঙালি হোক বাঙালির জন্য। আমাদের প্রার্থীদের জন্য অনেক শুভকামনা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এমজেএফ