ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-মদিনা রুটে বিমানের ফ্লাইট বাড়ছে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ঢাকা-মদিনা রুটে বিমানের ফ্লাইট বাড়ছে 

ঢাকা: যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

এতে বলা হয়, যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-মদিনা-ঢাকা রুটে ১৯ নভেম্বর থেকে ২৯ মার্চ পর্যন্ত সপ্তাহে চারটির স্থলে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহে প্রতি মঙ্গলবার (৫ নভেম্বর) একটি ফ্লাইট যোগ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।