ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

স্পেনে প্রথম এ৩৮০ সেবা চালু করেছে এমিরেটস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
স্পেনে প্রথম এ৩৮০ সেবা চালু করেছে এমিরেটস

ঢাকা: স্পেনের বার্সিলোনায় গত ৬ ফেব্রুয়ারি থেকে দৈনিক এ৩৮০ সেবা চালু করেছে এমিরেটস।

ইতোপূর্বে, এ রুটে এমিরেটসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চলাচল করতো।

বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে দুবাই-বার্সিলোনা রুটে বৃহত্তর এ৩৮০ সেবা চালু করা হয়েছে।

এর ফলে সপ্তাহে অতিরিক্ত ২,২০০ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।

বার্সিলোনা, এমিরেটস নেটওয়ার্কে ২৩তম এ৩৮০ গন্তব্য। এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মোট ৫১৭টি যাত্রী আসন রয়েছে। প্রথম শ্রেণীতে ১৪টি ব্যক্তিগত স্যুট, বিজনেস শ্রেণীতে ৭৬টি লাই-ফ্ল্যাট বেড এবং ইকোনমি শ্রেণীতে ৪২৭টি আরামদায়ক আসন রয়েছে।

প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ২টি অনবোর্ড শাওয়ার স্পা, প্রিমিয়াম শ্রেণীর যাত্রীদের জন্য অনবোর্ড লাউঞ্জ এবং সব শ্রেণীর যাত্রীদের জন্য ওয়াই-ফাই সুবিধা ও পুরস্কার বিজয়ী ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা রয়েছে।

যে কোনো এয়ারলাইনের তুলনায় এমিরেটস বহরে সর্বাধিক সংখ্যক ৪৪টি এ৩৮০ উড়োজাহাজ রয়েছে এবং এগুলোর সাহায্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ২৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।