ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

গ্রাহকের মাথা ফাটানোয় শুধুই দু:খ প্রকাশ বিমানের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
গ্রাহকের মাথা ফাটানোয় শুধুই দু:খ প্রকাশ বিমানের

ঢাকা: রুবি হক নামে এক যাত্রীর স্বামীকে মেরে মাথায় ফাটিয়ে দেওয়ার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

রাজধানীর ধানমণ্ডির বাসিন্দা রুবি হক অসুস্থ স্ত্রীর জন্য সিঙ্গাপুরের টিকিট নিশ্চিত করতে মঙ্গলবার বিমানের মতিঝিল অফিসে গেলে ঘুষ দাবি করেন ১৮ নম্বর কাউন্টারের এক কর্মী।

এ নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে ওই কর্মী চেয়ার দিয়ে রুবি হকের মাথা ফাটিয়ে দেন। কিন্তু গত তিন দিনেও ওই কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিমান কর্তৃপক্ষ।

উল্টো বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতঃপর এ ঘটনার জন্য গোটা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে।

শুধু দু:খ প্রকাশ করেই দায় সেরেছে বিমান। তবে তারা ওই ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি গ্রহণের অঙ্গীকার করেছে।     
 
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।