ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের মেঘদূত ও ময়ুরপঙ্খী আসছে ২০১৫ সালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
বিমানের মেঘদূত ও ময়ুরপঙ্খী আসছে ২০১৫ সালে

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী বছর যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০। উড়োজাহাজ দুটির নাম দেওয়া হয়েছে মেঘদূত ও ময়ুরপঙ্খী।

 

১৬২ আসনের এই উড়োজাহাজ দুটির নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান কর্তৃপক্ষ।

চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বহরে যুক্ত হয়েছে। আগামী বছর বিমানে যুক্ত হবে মেঘদূত ও ময়ুরপঙ্খী।

এছাড়াও ২০১৭ সালে বোয়িং ড্রিমলাইনার দুটি এবং ২০১৯ সালে আরো দুটি ড্রিমলাইনার যুক্ত হবে।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।