ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

লন্ডন রুটে বিমানের চতুর্থ ফ্লাইটের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
লন্ডন রুটে বিমানের চতুর্থ ফ্লাইটের উদ্বোধন ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা-লন্ডন-ঢাকা রুটে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ফ্লাইট।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইট উদ্বোধন করেন।



এসময় উপস্থিত ছিলেন বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ, ডিরেক্টর মার্কেটিং ও সেলস মো. শাহনেওয়াজ সহ অন্যরা।

এখন থেকে প্রতি শুক্র, শনি, রোব ও বুধবার বেলা ১১টায় ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট থাকবে বিমানের।

এর আগে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চলাচল করতো। এক সময় বিমান এ রুটে সপ্তাহে পাঁচদিন ফ্লাইট পরিচালনা করলেও উড়োজাহাজের অভাবে তা কমিয়ে দেয়।

সম্প্রতি বিমানের বহরে নতুন প্রজন্মের বোয়িং ৭৭৭-৩০০ ইআর যোগ হওয়ায় ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক আহমেদ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।