ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইঞ্জিনে বজ্রের আঘাত, জরুরি অবতরণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
ইঞ্জিনে বজ্রের আঘাত, জরুরি অবতরণ

ঢাকা: উড়ন্ত প্লেনে বজ্রের আঘাতের ঘটনা নতুন নয়। তবে এবার এ ঘটনায় জরুরি অবতরণ করতে হলো ইতালির অলিটালিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনকে।



এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার রাতে (৫ নভেম্বর) এয়ারলাইন্সটির একটি প্লেন ত্রিশ হাজার ফুট উপরে ঝড়ের মধ্যে পড়ে। এ সময় প্লেনটির ডান ইঞ্জিনে বজ্রের আঘাত লাগে। এতে প্লেনের পাইলট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন।

এ ঘটনায় প্লেনের ৫১ যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ সময় প্লেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ইতালির স্থানীয় একটি সংবাদ সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।