ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

জামাল উদ্দিন আহমেদ আবারও বিমান চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
জামাল উদ্দিন আহমেদ আবারও বিমান চেয়ারম্যান

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত পরিচালনা পর্ষদই পুনর্বহাল হয়েছে। এর ফলে এয়ার মার্শাল (অব:) জামাল উদ্দিন আহমেদ আবারো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন।



মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। গত বছরের ডিসেম্বরে বিমানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর বেশ কিছুদিন ধরে আলো বিমানের নতুন পরিচালনা পর্ষদ নিয়ে বিমানের ভেতরে-বাইরে ছিল ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছিল জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বধানীন ১১ সদস্যের পুরো পর্ষদই বহাল থাকছে।

শেষমেষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয় গত সোমবার। মঙ্গলবার এই আদেশ হাতে পায় বিমান কর্তৃপক্ষ।

দেখা গেছে, ভেঙে দেওয়া পর্ষদের সবাই নতুন পরিচালনা পর্ষদে জায়গা পেয়েছেন। বিমান মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান, বিমান বাহিনীর সহকারী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ও এসএম জাকারিয়া ও পদাধিকবার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক পর্ষদ সদস্য।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।