ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএই ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামে ইতিহাদের ১৩ পাইলট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ইউএই ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামে ইতিহাদের ১৩ পাইলট

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে প্রথম ব্যাচের পাইলট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ।  
মঙ্গলবার (০৩ মার্চ) এক প্রেসবিজ্ঞপ্তিতে ইতিহাদ বিষয়টি জানায়।



এতে বলা হয়, পাইলটদে আরও দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করে তুলতে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রোগামে ইতিহাদ এয়ারওয়েজের ১৫জন পাইলটকে পাঠানো হচ্ছে।
ন্যাশনাল সার্ভিস এবং রিজার্ভ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ২০ সপ্তাহের এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতে এয়ারলাইন্সের বিভিন্ন কাজে নিয়োজিত এমন আরও ২৩ আমিরাতি নাগরিককে ন্যাশনাল সার্ভিস ট্রেনিং এ পাঠাবে ইতিহাদ।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজের ৪০জন  কর্মকর্তা দেশটির সামরিক বাহিনীতে যোগদান করেন।  

এদিকে নির্বাচিত পাইলটদের অভিনন্দন জানিয়েছেন ইতিহাদ এয়ারওয়েজের এক্সিকিউটিভ অ্যাফেয়ারস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান আল হাম্মাদি।
তিনি বলেন, এই বিশেষ প্রশিক্ষণ শুধুমাত্র আপনাদের ন্যাশনাল সার্ভিসে যোগদানের সুযোগ করে দেবে না পাশাপাশি যোগ্যতা এবং দক্ষতাকে আরও প্রসারিত করে তুলবে।

এ বছরের শেষ নাগাদ ইতিহাদ এয়ারওয়েজের আরও ৬০জন পাইলট এবং কর্মচারী ন্যাশনাল সার্ভিসে যোগ দেবে বলে জানায় ইতিহাদ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।