ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইবিএল কার্ডধারীদের কলম্বোয় মিহিন লংকার ফ্রি হোটেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ইবিএল কার্ডধারীদের কলম্বোয় মিহিন লংকার ফ্রি হোটেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিহিন লংকা এয়ারলাইন্সে ঢাকা থেকে কলম্বো ভ্রমণ করলে ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল) এর কার্ডধারীরা কলম্বোর গ্লোবাল টাওয়ার হোটেলে বিনামূল্যে তিনরাত থাকা ও প্রাইভেট এসি গাড়িতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা পাবেন।

ইবিএল কনজ্যুমার ব্যাংকিং প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী ও বাংলাদেশে মিহিন লংকার জেনারেল ম্যানেজার অরুনা রত্নায়েকে সম্প্রতি ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।



ইবিএল হেড অব ডিরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার, এইস এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার কে ডি এম সম্পাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০৫) ইবিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফারটি পেতে হলে গ্রাহকদের ঢাকার মিহিন লংকার পিএসএ-এইস এভিয়েশনের সেলস্ কাউন্টার থেকে টিকিট ক্রয় ও চলতি বছরের ৩১ মে’র মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।