ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানবন্দরের উচ্চ চার্জ কমানোর দাবি এওএবি’র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিমানবন্দরের উচ্চ চার্জ কমানোর দাবি এওএবি’র

ঢাকা: উচ্চ অ্যারোনটিক্যাল/নন-অ্যারোনটিক্যাল চার্জ সমূহ কমানোর দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এওএবি)।

রাজধানীর উত্তরায় এওএবি’র প্রধান কার্যালয়ে সম্প্রতি বেসরকারি বিমান চলাচল শিল্পের বিরাজমান সমস্যা নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ দাবি জানান।

 

সভায় সভাপতিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন(অবঃ)শওকত উল ইসলাম। এতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মাসুদুর রহমান, ট্রেজারার উইং কমান্ডার(অব.) এটিএম নজরুল ইসলাম, ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন(অব.) মফিজুল ইসলাম, রিজেন্ট এয়ারের সিইও আশিষ রায় চৌধূরী, ইউ এস বাংলার নির্বাহী পরিচালক এয়ার কমোডোর(অব.) তৌহিদুল ইসলাম, স্কাই কেপিটেলের সিইও উইং কমান্ডার(অব.) মাসুদুর রহমান, মেঘনা এভিয়েশনের সিইও মর্তোজা মুন্সি।

তেলের মূল্য, হ্যাঙ্গার স্পেস, অপারেশনাল ও এয়ারওর্দিনেস, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, আমদানি-রফতানি পলিসি, এয়ারক্রাফট যন্ত্রাংশ ইত্যাদি বেসরকারি এয়ারলাইন্সের অগ্রগতির জন্য এসব বিষয় সুষ্ঠুভাবে প্রয়োগের কথাও আলোচনায় উঠে আসে।

বিমানসহ বেসরকারি অন্য এভিয়েশন অপারেটর্সদের প্রতি আচরণবিধি সমান হওয়া ও সবাইকে সমান সুযোগ দেওয়ারও আহব্বান জানিয়ে বক্তারা বলেন, এয়ারলাইন্স ব্যবসায় টিকে থাকা খুবই কঠিন। এখানে উদ্যোক্তাদের অনেক বেশি চ্যালেঞ্জ ও ঝুঁকি নিতে হয়। বেসরকারি এয়ারলাইন্সসমূহকে সব ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে।  

এওএবি নেতারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক) চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের আশা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫ 
আইএইচ/ এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।