ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

২০১৫’র সেরা এয়ারলাইন কাতার এয়ারওয়েজ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
২০১৫’র সেরা এয়ারলাইন কাতার এয়ারওয়েজ

ঢাকা: যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা, কেবিনের পরিবেশ, খাবারের মান ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ২০১৫ সালের সেরা এয়ারলাইন হিসেবে মনোনিত হয়েছে কাতার এয়ারওয়েজ।

১১০টি দেশের প্রায় দুই কোটি যাত্রীর জরিপের ওপর যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন, এয়ারপোর্ট রিভিউ এবং র‌্যাঙ্কিং সাইট ‘স্কাইট্রেক্স’ এ ঘোষণা দিয়েছে।



এর আগে ২০১১ ও ২০১২ সালেও একই সম্মানে ভূষিত হয় এয়ারলাইনটি। এ সম্মানে ভূষিত হওয়ার পেছনে এয়ারলাইনটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকবর আল বাকের।

তালিকায় থাকা শীর্ষ ১০ এয়ারলাইনের মধ্যে অন্যগুলো হলো- এএনএ, ক্যাথে প্যাসেফিক, এমিরেটস, ইতিহাদ, ইভিএ, গারুদা ইন্দোনেশিয়া, কান্তাস, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও টার্কিশ এয়ারলাইন্স।

আর কম খরুচে এয়ারলাইন হিসেবে টানা সপ্তমবারের মতো মনোনিত হয়েছে এয়ার এশিয়া।

বাংলাদেশ সময়:১২০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।