ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানে দেশে ফিরেছেন ৩ হাজারের বেশি হাজি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বিমানে দেশে ফিরেছেন ৩ হাজারের বেশি হাজি ছবি: সংগৃহীত

ঢাকা: ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩ হাজারের বেশি হাজিকে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজি-২০১৬ দুপুর সোয়া ২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়।



বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি ফিরতি হজ ফ্লাইট চালানো হয়েছে। এরমধ্যে ৫টি ডেডিকেটেড ও ০৩টি নির্ধারিত ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত এসব ফ্লাইটে তিন হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।

হজ কার্যক্রম সুষ্ঠু ও ত্বরান্বিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় কর্মরত বিমানের কর্মকর্তা/কর্মচারীদের জেদ্দায় কিং আবদুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ২হাজার ৭৪২ জনসহ মোট ১ লাখ ৭ হাজার ২৯০ হজ্জযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যান।

এরমধ্যে বিমান ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি নির্ধারিতসহ মোট ১৫২টি ফ্লাইটে মোট ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী পরিবহন করে।

আগামী ২৮ অক্টোবর বিমানের সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।

এর আগে চলতি বছরের গত ১৬ আগস্ট ‘হজ‍ ফ্লাইট কার্যক্রম-২০১৫’ শুর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা,  অক্টোবর ০১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।