ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য কাজ করবে ওমান এয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বাংলাদেশিদের জন্য কাজ করবে ওমান এয়ার ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওমান এয়ারের চিফ অপারেটিং অফিসার আব্দুল রহমান অাল বুসাইদি জানিয়েছেন, ওমানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর কাজ করবে ওমান এয়ার।

রাজধানীর র‌্যাডিসন হোটেলে বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণাকালে এ কথা জানান তিনি।



আব্দুল রহমান অাল বুসাইদি বলেন, ওমানে বর্তমানে ২ দশমিক ৫ মিলিয়ন বাংলাদেশি রয়েছেন। অনেকেই অবৈধভাবে কাজ করছেন। ফলে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে ওমানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা যায়।

তিনি বলেন, ওমান এয়ার হলিডে প্যাকেজের মাধ্যমে বাংলাদেশে যাতে পর্যটক বাড়ানো যায় সে বিষয়ে বিনিয়োগ করবে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মাসকট থেকে ঢাকায় ওমান এয়ারের উদ্বোধনী ফ্লাইটটি এসে পৌঁছে। এর আগে চট্টগ্রামের সঙ্গে ওমান এয়ারের ফ্লাইট চালু ছিল।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
ইউএম/আরএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।