ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ার চালু ১৪ ফেব্রুয়ারি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ার চালু ১৪ ফেব্রুয়ারি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে নীলফামারীর সৈয়দপুর-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।

এ উপলক্ষে নভোএয়ারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চমকপ্রদ অফার।

এ অফারে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন গ্রাহক।

এদিকে, নভোএয়ার নিয়ে এই রুটে চলাচলকারী বিমানের সংখ্যা দাঁড়াবে চারটিতে।

ইতোমধ্যে নভোএয়ার চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নভোএয়ারের বিমান সপ্তাহের সাত দিনই চলাচল করবে।

নভোএয়ারের সৈয়দপুর বিমান ইনচার্জ বদরুজ রেজা বাংলানিউজকে জানান, ৬৮ আসন বিশিষ্ট নভোএয়ার রাজধানী ঢাকা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে আসবে। বিমানটি সৈয়দপুরে পৌঁছাবে বেলা ১১টা ৩৫ মিনিটে।

তিনি জানান, বিমানটিতে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০০ টাকা। তবে যাত্রীরা একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন। এ সুযোগ থাকবে একমাস।

এ উপলক্ষে সোমবার (০৮ ফেব্রুয়ারি) সৈয়দপুর শহরে ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে বলে জানান তিনি।

এ রুটে প্রথমে ইউনাইটেড এয়ারওয়েজ প্রথমে সপ্তাহে তিন দিন বিমান চলাচল শুরু করে। যাত্রীদের চাপ বাড়ায় পরবর্তীতে সপ্তাহে সাত দিন চলাচল শুরু হয়। তবে আপাতত বন্ধ রয়েছে ইউনাইটেড এয়াওয়েজের চলাচল।

এছাড়াও ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমানও এই রুটে চলাচল করছে।

১৩৬ একর জমির উপর গড়ে উঠা সৈয়দপুর বিমানবন্দরে প্রথম বিমান চলাচল শুরু হয় ১৯৭৯ সালের ২১ জুলাই।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।