ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

চালুর পর সৈয়দপুরে ইউনাইটেড এয়ারের প্রথম ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
চালুর পর সৈয়দপুরে ইউনাইটেড এয়ারের প্রথম ফ্লাইট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: টানা ২০ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ।

চালুর পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইট সৈয়দপুর পৌঁছে।



সৈয়দপুরে ইউনাইটেড এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার আশরাফুল হক লিপটন বাংলানিউজকে জানান, সপ্তাহে প্রতিদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে দুপুর ২টা ১০ মিনিটে ও বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমান বন্দর ছেড়ে যাবে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট।

এয়ারলাইন্সটির বহরে থাকা ১১ উড়োজাহাজের সবগুলো রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড থাকায় গত ৪ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।