ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বাংলাদেশ-রাশিয়া সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বাংলাদেশ-রাশিয়া সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস

ঢাকা: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সপ্তাহে অন্তত একটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা যায় কিনা- বিষয়টি খতিয়ে দেখছে রাশিয়া।

সম্প্রতি দেশটির একটি বেসরকারি বিমান কোম্পানির কর্মকর্তারা  বাংলাদেশ সফরও করেছেন।



বুধবার (০৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকসান্দর নিকোলায়েভ এ তথ্য জানান।

এ সময় তিনি ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন।  

রাষ্ট্রদুত বলেন, ওই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় ভিত্তি পেয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে।

বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে প্রস্তাবিত আন্তঃসরকার কমিশন এবং বিজ্ঞান-বাণিজ্য সংক্রান্ত চুক্তি শিগগিরই স্বাক্ষর হবে বলে তাকে আশ্বস্ত করেন  এএইচ মাহমুদ আলী।

এ সময় রাশিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি তুলে ধরেন
পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও রাশিয়া দ্বি-পাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পরিসরে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে।

একই সঙ্গে সিরিয়া ইস্যুতে রাশিয়া ও আমেরিকার ঐক্যকে অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

অত্যন্ত সফলতার সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।