ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের ব্যাংকক ফ্লাইটে ৩ ঘণ্টা বিলম্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিমানের ব্যাংকক ফ্লাইটে ৩ ঘণ্টা বিলম্ব

ঢাকা: বাংলাদেশ বিমানের ব্যাংককগামী ফ্লাইট বিজি ৮৮ বুধবার ৩ ঘণ্টা দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

বোয়িং ৭৩৭ পুরনো মডেলের এই যাত্রীবাহী এয়ারক্র্যাফটির বুধবার (৩০ মার্চ) সকাল পৌনে নয়টায় ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ৩ ঘণ্টা বিলম্বে শাহজালাল ছেড়ে যায়।

এ কারণে বিমানবন্দরে ফ্লাইটটির যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

বেলা পৌনে ১২টায় ব্যাংককগামী যাত্রী রাজধানীর মিরপুরের আকিমুন্নাহার জানান, সকাল থেকে নির্ধারিত ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। অবশেষে ৭৩৭ প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ছাড়বে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএমএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।