ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালালে দুর্ঘটনাগ্রস্ত চায়না সাউদার্নের প্লেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
শাহজালালে দুর্ঘটনাগ্রস্ত চায়না সাউদার্নের প্লেন ছবি: সংগ্রহীত

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন (ফ্লাইট নং ০৩৯২)।

ঢাকা থেকে চীনের গুয়াংজুগামী প্লেনটির সোমবার ( ২৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিলো।

উড্ডয়নের জন্য রানওয়েতে যাত্রা শুরুর ঠিক আগে একটি কার্গো যান প্লেনটিকে ধাক্কা দেয়।  

এ ঘটনায় ফ্লাইট বাতিল করে দ্রুত যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়।

ফ্লাইটটিতে ১৫০ থেকে ১৬০ জন আরোহী ছিলেন বলে বাংলানিউজকে জানান, তৌহিদুর রহমান নামের ওই ফ্লাইটের এক যাত্রী। এ ঘটনা তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।