ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঈদে ২৭০০ টাকায় ঢাকা-চট্টগ্রাম রিজেন্ট ভ্রমণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ঈদে ২৭০০ টাকায় ঢাকা-চট্টগ্রাম রিজেন্ট ভ্রমণ

ঢাকা: রিজেন্ট এয়ারওয়েজ দিনে দিনে হয়ে উঠছে আরও গ্রাহকবান্ধব। ঈদ সামনে রেখে এই বেসরকারি এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম রুটে দিয়েছে আকর্ষনীয় অফার।

এই রুটে সর্বনিম্ন ভাড়াই থাকছে রিজেন্টের। যা মাত্র ২৭০০ টাকা।

ভ্রমণকারীদের মাঝে আস্থা আনার পাশাপাশি আরও নতুন নতুন ভ্রমণকারী আকর্ষণের জন্যেই রিজেন্টের এই উদ্যোগ।
রিজেন্ট মনে করে ভাড়া কম হলে এই ঈদে তারা নতুন যাত্রী পাবে। অনেক পরিবার যারা সামর্থের সামান্য বেশি ভাড়ার কারণে আকাশ পথে ভ্রমণ করতে পারেন না, তাদের জন্য এই কম ভাড়ার অফারটি হবে লোভনীয়।

চট্টগ্রাম-ঢাকা রুটে রিজেন্ট এয়ার বর্তমানে সপ্তাহে ৩৭টি ফ্লাইট পরিচালনা করছে। সব ফ্লাইটের জন্যই তাদের এই বিশেষ অফার ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চালু থাকবে।

বোয়িং ৭৩৭-৭০০, বোয়িং ৭৩৭-৮০০ ও ড্যাশ বিমান দিয়ে রিজেন্ট তার ফ্লাইটগুলো পরিচালনা করছে। আর যথা সময়ে ফ্লাইট অপারেশনে রিজেন্টের আগে থেকেই সুনাম রয়েছে, যা এই রমজান ও ঈদের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানায় রিজেন্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় ০৯৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।