ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়লো টার্কিশ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
ঢাকা থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়লো টার্কিশ ফ্লাইট

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা অবস্থান করে তবেই ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়লো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ইস্তাম্বুল এয়ারপোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা, আর তাতে কয়েক ডজন প্রাণহানি ও আতঙ্কের জেরে এই বিলম্ব।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও টিকে-৭১৩ ফ্লাইটটি ছেড়ে যায় সকাল ৯টায়।

ওদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকেও ইস্তাম্বুলগামী ফ্লাইটগুলো প্রাথমিকভাবে আটকে দেওয়া হয়। পরে সেগুলোও ছাড়তে শুরু করে।

মঙ্গলবার (২৮ জুন) এ হামলার ঘটনা ঘটে।

বিশ্বের একটি অন্যতম ব্যস্ত এই বিমান বন্দরে তিন আত্মঘাতী হামলাকারী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পরে ও একের পর এক গুলি চালায়। হামলায় ৩৬ নিহত ১৪৭ জন আহত হয়।

বাংলাদেশ সময় ০৯২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমএমকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।