ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের বর্ষাকালীন অফার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের বর্ষাকালীন অফার

সৈয়দপুর (নীলফামারী): যাত্রীদের জন্য বর্ষাকালীন অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।

এ অফারের আওতায় একত্রে দুইজন ভ্রমণ করলে ভাড়া পড়বে তিন হাজার ৭২৫ টাকা।

শনিবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বর্তমানে এ রুটে যাত্রীপ্রতি ভাড়া তিন হাজার ২০০ টাকা।

নভোএয়ারের অন্যান্য রুটের মধ্যে জনপ্রতি তিন হাজার ২০০ টাকায় চট্টগ্রাম, চার হাজার ৫০০ টাকায় কক্সবাজার, দুই হাজার ৭০০ টাকায় সিলেট এবং দুই হাজার ৭০০ টাকায় যশোর রুটে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াংগুন-ঢাকা প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে পর্যটননগরী কক্সবাজার, সিলেট ও মায়ানমারের ইয়াংগুনে ভ্রমণ করতে তিন দিন ও দুই রাতের আকর্ষণীয় প্যাকেজও রয়েছে বলে জানিয়েছেন নভোএয়ারের সৈয়দপুর স্টেশন ম্যানেজার বদরুদ্দোজা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।