ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বিমানের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক মতবিনিময়

ঢাকা: বিমানের প্রধান কার্যালয় বলাকায় স্টেক হোল্ডারদের সঙ্গে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

পরিচালক প্রশাসন মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এই সভায় বিমানের শীর্ষ ১০ ট্রাভেল এজেন্ট, কার্গো এজেন্ট ছাড়াও আটাব, হাব এবং সিবিএ’র সভাপতিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিমানের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাকিল মেরাজ মহা ব্যবস্থাপক জনসংযোগ ও ফোকাল পয়েন্ট বিমান এথিক্স কমিটি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।