ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

কবে আধুনিক হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর!

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
কবে আধুনিক হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর!

ঢাকা: বুধবার। ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে সাতটা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষায় বুদ্ধিজীবীসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।আগমনী ফ্লাইটে আসা প্রিয় স্বজনকে অভ্যর্থনা জানাতেই দীর্ঘসময় ধরে অপেক্ষায় তারা।

বার বার চোখ যাচ্ছে আগমনী ও বহির্গামী ফ্লাইট শিডিউলের মনিটরে। কিন্তু একি!ইংরেজিতে এক তথ্য তো, বাংলায় আরেক তথ্য।

আবার কোনোটার সাথে মিল নেই বাস্তবতার।

ঢাকার আকাশে বয়ে যাওয়া ঝড়ো আবহাওয়ার কারণে উড়োজাহাজ উঠানামায় কিছু সময়ের বিরতি টানে বিমানবন্দর কর্তৃপক্ষ।

তারপর থেকেই রানওয়ের পরিবর্তে আকাশই ঠিকানা হয় ঢাকাগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর।
দীর্ঘসময় আকাশে ওড়ার পর ইয়াংগুন থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৬১ ফ্লাইট ও ব্যাংকক থেকে আসা একই বিমান সংস্থার বিজি ০৮৯ ঘুরিয়ে দেয়া হয় চট্রগ্রাম অভিমুখে।

ব্যাংকক থেকে আসা স্বজনকে স্বাগত জানাতে ভিভিআইপি কক্ষে অপেক্ষায় ছিলেন শীর্ষ একটি বেসরকারি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। যতবার মনিটরে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখছেন, ততবারই চোখে জ্বালা ধরছে তার।

ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যা সাড়ে সাতটা তখন মনিটর বলছে,ব্যাংকক থেকে আসা একই বিমানের বিজি ০৮৯ ফ্লাইটটির ঢাকার রানওয়ে স্পর্শ করার সম্ভাব্য সময় ৫টা ২৪ মিনিট।

তিনি একে একে জিজ্ঞাসা করছিলেন উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান সম্পর্কে। কিন্তু সেখানে থাকা সবাই যেন নিরুত্তর। নির্বাক।

সবার দৃষ্টিই মনিটরে। ফেলে আসা সময়ের দিকে। যারা এই তথ্য আপডেটের কাজে নিয়োজিত ছিলেন,তারা কি ঘুমিয়ে আছেন?

আচ্ছা এভাবেই কি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পিছিয়ে পড়ছে সময়ের সাথে?
এমন প্রশ্নেই সরব ছিলো ভিআইপি লাউঞ্জ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।