ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়নে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ৪, ২০১৭
বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়নে কমিটি

ঢাকা: দেশের বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
 
 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) এএইচএম জিয়াউল হককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।
 
রোববার (০৪ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।


 
কমিটিতে ১৪ কার্যদিবসের মধ্যে আইন মন্ত্রণালয়, কাস্টমস, এনবিআর, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স ও প্রাইভেট (কার্গো) এয়ারলাইন্সের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।  
 
এরইমধ্যে পাস হওয়া সিভিল কর্তৃপক্ষ আইনের আওতায় এ রেগুলেশন প্রণীত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
 
সভায় মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব এএইচএম আবুল হাসনাতসহ সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্সসহ বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।