ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে ২০১৭ টাকায় ঈদভ্রমণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ৮, ২০১৭
নভোএয়ারে ২০১৭ টাকায় ঈদভ্রমণ নভোএয়ারে বিশেষ অফার

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে দু’টি রুটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। এছাড়া অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

ঈদ ঘোষণায় যাত্রীরা ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত যশোর-ঢাকা ও সৈয়দপুর-ঢাকা রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন ২০১৭ টাকায়। এছাড়া ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুর রুটে ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীরা একই সুযোগ পাবেন।



এছাড়া যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে যশোর ও সৈয়দপুর রুটে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

একইসঙ্গে কক্সবাজার রুটে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।