ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে ৫ হাজার টাকায় চট্টগ্রামের রিটার্ন টিকিট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
নভোএয়ারে ৫ হাজার টাকায় চট্টগ্রামের রিটার্ন টিকিট নভোএয়ারে ৫ হাজার টাকায় চট্টগ্রামের রিটার্ন টিকিট

ঢাকা: দেশের শিল্প-বাণিজ্যের রাজধানী চট্টগ্রামের যাত্রীদের জন্য আকর্ষণীয় ছাড় দিচ্ছে দেশের অন্যতম উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। মাত্র পাঁচ হাজার টাকায় রিটার্ন টিকিট পাচ্ছেন চট্টগ্রাম ভ্রমণে।

এই ভাড়ায় চট্টগ্রাম থেকে ঢাকা ও ঢাকা থেকে চট্টগ্রাম রুটে নভোএয়ারে ভ্রমণ করতে পারবেন।

অফারটি শুধু চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩৫ মিনিটে ছেড়ে আসা ফ্লাইট ভিকিউ-৯০২ এবং ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে যাওয়া ফ্লাইট ভিকিউ-৯১৩ এর  জন্য প্রযোজ্য হবে।

এখন ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার, যশোর, সিলেট ও  সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট রয়েছে।

আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।