ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালাল বিমানবন্দরে প্লেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
শাহজালাল বিমানবন্দরে প্লেন চলাচল শুরু হযরত শাহজালাল বিমানবন্দর- ফাইল ফটো

ঢাকা: কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথারীতি প্লেন চলাচল শুরু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় পরপর তিনটি ফ্লাইট অবতরণ করে।

ফ্লাইট তিনটি হলো- দাম্মাম থেকে বাংলাদেশের বিমানের বিজি০৫০ ফ্লাইটটি অবতরণ করে। তারপর দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইট অবতরণ করে।

এর কিছুক্ষণ পর কুয়েত থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৪৪ ফ্লাইট অবতরণ করে।  

এর আগে রোববার  সকাল ৭টার পর থেকে ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা এখান থেকে উড্ডয়ন করতে পারেনি।  

সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ বাংলানিউজকে ফ্লাইট অবতরণের বিষয়টি জানান।  

এর আগে গত ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল প্লেন চলাচল।

**ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসজে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।