ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্বাভাবিক 

ঢাকা: ঘন কুয়াশা কেটে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা শুরু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০৮৪) একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। 

এরপর থেকে অন্যান্য ফ্লাইটও চলাচল শুরু করে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক জাহিদ আরিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ঘন কুয়াশায়র কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত একটার পর থেকে দেশি-বিদেশি সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়।  সিডিউল বিপর্যয়ের কারণে বিমানবন্দরে আসা ওইসব ফ্লাইটের যাত্রীদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়।  

 ** ঘন কুয়াশায় স্থবির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

জানা যায়, ভোরে ইয়াঙ্গুন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বার্মা এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়। একই ভাবে অবতরণ করতে পারেনি বাংলাদেশি বেসরকারি এয়ারলাইন্সের একই ফ্লাইটও।  

পরে এ ফ্লাইট দু'টি ফের ইয়াঙ্গুন ফিরে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ওই সময়ে ঢাকা থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকেও সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে অচল ছিলো হযরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর।  

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসআইজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।