ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা ট্রাভেল মার্টে এয়ার অ্যারাবিয়ার আকর্ষণীয় অফার

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ঢাকা ট্রাভেল মার্টে এয়ার অ্যারাবিয়ার আকর্ষণীয় অফার এয়ার অ্যারাবিয়ায় ছাড়

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক বাজেট এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া দিচ্ছে বিশেষ আকর্ষণীয় প্যাকেজ। দুবাই, শারজাহ, কায়রো, আলেকজান্দ্রিয়া, নাইরোবি, আম্মান, ইস্তাম্বুল, বাকু, মস্কো, আর্মেনিয়া, কিয়েভ, আস্তানা প্রভৃতি গন্তব্যে দিচ্ছে প্রমোশনাল অফার।

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে রিটার্ন এয়ার টিকিট, ভিসা ফি, তিন রাতের থাকাসহ প্যাকেজ দিচ্ছে মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকায়। সব ধরনের ট্যাক্সও এর সঙ্গে যুক্ত।

এছাড়া নির্দিষ্ট রুটে ফিরতি টিকিটে থাকছে ৩০ শতাংশ ছাড়। তবে অফার পেতে হলে অংশ নিতে হবে ২২-২৪ মার্চ অনুষ্ঠেয় ঢাকা ট্রাভেল মার্টে। টিকিট বা প্যাকেজ বুক করলে অফারে ভ্রমণ করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।