ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমান ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমান ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং

ঢাকা: অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫০০ টাকা।

সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার ৩টি ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। এর ফলে পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের যাতায়াত আরো সহজ হলো।

জানা যায়, বিমানের ফ্লাইট চট্টগ্রাম থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে ৮টা ৪০ মিনিটে।  

এদিকে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট বাড়াচ্ছে বিমান। গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী বিমান দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির পরিবর্তে ১০টি ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।