ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

শাহ মখদুমে ফের পাখা মেলছে নভোএয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
শাহ মখদুমে ফের পাখা মেলছে নভোএয়ার ঢাকা-রাজশাহী রুটে ওড়ছে নভোএয়ার। ছবি: সংগৃহীত

রাজশাহী: বন্ধ হওয়ার এক বছর পর রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে ফের পাখা মেলতে যাচ্ছে নভোএয়ার। পহেলা এপ্রিল থেকে রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করবে দেশের বেসরকারি এয়ারলাইন্সটি।

বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলার পাশাপাশি আরও একটি বাড়তি ফ্লাইট পেতে যাচ্ছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা।  

প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার একেএম মাহফুজুল আলম পলাশ বাংলানিউজকে জানান, আগে রাজশাহী-ঢাকা রুটে তাদের ফ্লাইট ছিল সপ্তাহে তিনদিন।

কিন্তু ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে এবার সপ্তাহের সাতদিনই ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে নভোএয়ার।

সকালে এই রুটে কোনো ফ্লাইট না থাকায় যারা এতদিন ঢাকায় গিয়ে অফিসিয়াল কাজ-কর্ম সারতে পারছিলেন না, তারা বিশেষ সুবিধা পাবেন এই ফ্লাইটে। এক্ষেত্রে আকাশপথে নভোএয়ার  ঢাকার সঙ্গে রাজশাহীর যাত্রীদের যোগসূত্র তৈরিতে নতুন মাত্রা আনতে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার।  

জানতে চাইলে পলাশ বলেন, আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন রাজশাহী রুটে যাত্রী পরিবহন শুরু করবে নভোএয়ার। এছাড়াও গ্রীষ্মকালীন শিডিউলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইটও যুক্ত হতে যাচ্ছে বহরে।

রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) দুই হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করেছে নভোএয়ার। ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে বেলা ১১টা ১৫মিনিটে। আর রাজশাহী থেকে বেলা ১১টা ৪০মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। পৌঁছাবে ১২টা ২৫ মিনিটে।

এছাড়া যাত্রীদের চাহিদার কারণে নভোএয়ার গ্রীষ্মকালীন শিডিউলে আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, কক্সবাজার রুটে ৪টি ও সৈয়দপুর রুটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে।  

এসব রুট ছাড়াও বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে ১টি, যশোরে ৩টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করে আসছে।

এর আগে ২০১৬ সালের ১ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট শুরু করে নভোএয়ার এয়ারলাইন্স। ওই সময় দুপুরে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করতো বেসরকারি এ সংস্থাটি। ২০১৭ সালের ১ জানুয়ারি রাজশাহী-ঢাকার রুটে তাদের ফ্লাইট বন্ধ করে। কিন্তু যাত্রীদের চাহিদা থাকায় দ্বিগুণ শক্তি নিয়ে ফের এটিআর ৭২-৫০০ মডেলের প্লেন দিয়ে দেশের অভ্যন্তরীণ এই রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে নভোএয়ার।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।