ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঈদে ইউএস-বাংলার ভাড়ায় মূল্যহ্রাস, অতিরিক্ত ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুন ৪, ২০১৮
ঈদে ইউএস-বাংলার ভাড়ায় মূল্যহ্রাস, অতিরিক্ত ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

ঢাকা: আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রীদের জন্য ভাড়ার উপর আকর্ষণীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে। আগামী ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এই সুযোগ থাকছে।

এর আওতায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ১৮৯৯ টাকা ভাড়া নির্ধারণ করেছে এয়ারলাইন্সটি।

এছাড়া ঈদ উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

 

এসব অতিরিক্ত ফ্লাইট ছাড়াও শিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।