ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ১০, ২০১৮
বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স প্রতীকী ছবি

গত গ্রীষ্মে সাউথ আফ্রিকান এয়ারওয়েজের টিকিট কাটেন নিকি। তার গন্তব্য নিউইয়র্কে থেকে জোহানসবার্গ। নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে প্লেনে চড়ে বসতেই মেজাজ খিঁচরে গেলো নিকির। কারণ, তার সিটের পেছনের অংশ ও এয়ার ভেন্ট দু’টোই ভাঙা। ১৫ ঘণ্টার আকাশ ভ্রমণে এর চেয়ে বিরক্তিকর আর কিই বা হতে পারে?

সাউথ আফ্রিকান এয়ারওয়েজে এর আগে আরও পাঁচবার ভ্রমণ করেছিলেন নিকি। প্রতিবারই একইধরনের বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন।

বছর জুরে উড়োজাহাজ পরিবহণ সংস্থাগুলোর কাছ থেকে নানা ধরনের বিড়ম্বনায় শিকার হচ্ছেন নিকির মতো হাজারও যাত্রী। তাই প্লেনযাত্রীদের সুবিধার্থে বিশ্বের ৭২টি এয়ারলাইন্সের সার্ভিস ও সময়ানুবর্তীতার ওপর ভিত্তি করে রেটিং প্রকাশ করেছে ‘এয়ার হেল্প’ নামের একটি যাত্রীসেবা প্রতিষ্ঠান। এয়ার হেল্পের এই ষষ্ঠ বার্ষিক তালিকার শীর্ষে ও থাকা দশটি এয়ারলাইন্স হলো:

শীর্ষ ১০ এয়ারলাইন্স

১. কাতার এয়ারওয়েজ
২. লুফথানসা
৩. ইতিহাদ এয়ারওয়েজ
৪. সিঙ্গাপুর এয়ারলাইন্স
৫. সাউথ আফ্রিকান এয়ারওয়েজ
৬. অস্ট্রিয়ান এয়ারলাইন্স
৭. এজিয়ান এয়ারলাইন্স
৮. কান্তাস এয়ারওয়েজ
৯. এয়ার মাল্টা
১০. ভার্জিন আটলান্টিক

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।