ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

কলকাতায় নভোএয়ারের নতুন ভ্রমণ প্যাকেজ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
কলকাতায় নভোএয়ারের নতুন ভ্রমণ প্যাকেজ কলকাতায় নভোএয়ারের নতুন প্যাকেজ।

ঢাকা: সর্বনিম্ন ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতা ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। 

সোমবার (০২ জুন) নভোএয়ারের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে কলকাতার চারটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।

প্যাকেজের আওতায় কলকাতার দি ওবেরয় গ্র্যান্ড, নভোটেল হোটেল, দি পিয়ারল্যাস ইন ও হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে থাকার সুযোগ পাবেন যাত্রীরা।  

কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকিট, হোটেলে ২ রাত ৩ দিন  থাকার সুবিধা ও বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়।

এদিকে দেশে কার্যরত ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংকের গ্রাহকরা বিনা সুদে ছয়মাসের সহজ কিস্তিতে ভ্রমণের টাকা পরিশোধ করতে পারবেন বলেও জানিয়েছে নভোএয়ার।  

এছাড়া সর্বনিম্ন ৯ হাজার ৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিনদিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজ রয়েছে নভোএয়ার-এর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা flynovoair.com/holiday লিংকে ভিজিট করা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।