ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

১ সেপ্টেম্বর থেকে নভোএয়ারে ২৭০০ টাকায় বরিশাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
১ সেপ্টেম্বর থেকে নভোএয়ারে ২৭০০ টাকায় বরিশাল  বরিশালে ফ্লাইট অপারেশন শুরু করছে নভোএয়ার

ঢাকা: পহেলা সেপ্টেম্বর থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২ হাজার ৭শ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৪টি, কক্সবাজার রুটে ৪টি, যশোর রুটে ৩টি, রাজশাহী রুটে ১টি, সিলেট রুটে ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
 
 বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।