ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বরিশাল রুটে নভোএয়ার’র ফ্লাইট চালু

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বরিশাল রুটে নভোএয়ার’র ফ্লাইট চালু কেক কেটে বরিশাল রুটে উদ্বোধন হলো নভোএয়ারের ফ্লাইট

ঢাকা: বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার। প্রথম ফ্লাইটটি শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় নভোএয়ার’র ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের শুভেচ্ছা জানান।

সপ্তাহে চারদিন (সোম, বুধ, শুক্র ও শনিবার) বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্স সংস্থাটি।

বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভোএয়ার শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইট বাড়িয়েছে।
যশোর রুটে প্রতিদিন ৪টি ও রাজশাহী রুটে প্রতিদিন ১টির পাশাপাশি মঙ্গল, বৃহস্পতি ও রোববার আরও ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার,
যশোর, রাজশাহী, সিলেট এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন
flynovoair.com.

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।