ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রানওয়ে থেকে ছিটকে পড়লো ‘বোয়িং ৭৪৭’ কার্গো

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
রানওয়ে থেকে ছিটকে পড়লো ‘বোয়িং ৭৪৭’ কার্গো দুর্ঘটনায় পড়া ‘বোয়িং ৭৪৭’ কার্গো

রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি ‘বোয়িং ৭৪৭’ কার্গো। এতে এর চার ক্রু সামান্য আঘাত পেয়েছেন। ঘটনার পর কিছু সময় বন্ধ রাখতে হয়েছে রানওয়ে।

কানাডার পূর্বাঞ্চলীয় হালিফেক্স বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।  

জানা যায়, স্থানীয় সময় বুধবার (০৭ নভেম্বর) ভোর ৫টার কিছু সময় পর স্কাই লিজ কার্গো প্লেনটি তার নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনায় পড়ে।

চালানের মালামাল নিয়ে কার্গোটির চীনের উদ্দেশে উড্ডয়নের শিডিউল ছিলো।

তবে প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ছবিতে দেখা যায়, প্লেনের পেট রানওয়ের বাইরে বের হয়ে রয়েছে।

আর দুর্ঘটনায় আহত প্লেনের চার ক্রু-কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।