তবে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও এর ৬১ যাত্রী ও ক্রুরা নিরাপদে নামতে পেরেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি-৪০২ ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং পারমিশন চান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে বিমানটি জরুরি অবতরণ করে। তবে এটি বড় কোনো সমস্যা নয়।
তিনি আরো বলেন, বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ক্রু-রাও নিরাপদে আছেন। কারো কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
টিএম/এমজেএফ