ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
ইউএস-বাংলার টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়   ঢাকা ট্রাভেল মার্টে ইউ-এস বাংলার স্টল/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ভ্রমণে আকর্ষণীয় ছাড় দিচ্ছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শনিবার (২৩ মার্চ) পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মেলা চলাকালীন সময়ে ইউএস-বাংলার বুথ থেকে টিকিট কিনলে এ সুবিধা পাবেন ভ্রমণকারীরা। মেলা উপলক্ষে স্পেশাল অফারের নাম দেওয়া হয়েছে 'সুইট সামার'।

 

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, ইউএস-বাংলা সব সময় গ্রাহকবান্ধব, এদেশের পরিচয় বহনকারী একটি প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে কম মূল্যে ইউএস-বাংলার টিকিট কিনে ঘুরে আসতে পারেন দেশ কিংবা বিদেশের বিভিন্ন গন্তব্যে। তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে এ আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।  

ঢাকা ট্রাভেল মার্টে ইউ-এস বাংলার স্টল/ছবি: জিএম মুজিবুরমেলা চলাকালীন টিকিট কিনলে সব অভ্যন্তরীণ রুটে পাবেন ১০ শতাংশ ছাড়। এছাড়া আন্তর্জাতিক রুটের ব্যাংককের টিকিটে ২০ শতাংশ, কুয়ালালামপুর ১৫ শতাংশ, সিঙ্গাপুর ১০ শতাংশ, গুয়াংজু ১০ শতাংশ, চেন্নাই ১৫ শতাংশ ও কলকাতার টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় পাবেন।  

মেলায় কেনা টিকিটে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ মো. শরিফুল ইসলাম।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ইউএস-বাংলা যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেয়। গ্রাহকরাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।  

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।