ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ট্রাভেল মার্টে নভোএয়ারের ১৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ট্রাভেল মার্টে নভোএয়ারের ১৫ শতাংশ ছাড়

ঢাকা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে চলমান তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’-এ ১৫ শতাংশ ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শনিবার (২৩ মার্চ) পর্যন্ত মেলা চলাকালে নভো এয়ারের স্টল থেকে টিকিট কিনলে এ ছাড় পাওয়া যাবে।  

নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহুল ইসলাম বাংলানিউজকে বলেন, অফারটি পেতে গ্রাহকদের মেলায় এসে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম স্মাইলস-এর সদস্য হতে হবে।

সদস্য হলেই গ্রাহক একটি কোড পাবেন, কোড পাওয়ার পর এই ছাড় পাবেন।  

নভোএয়ারের জনসংযোগ কর্মকর্তা নিলাদ্রী বাংলানিউজকে বলেন, টিকিটে মূল্যছাড় ছাড়াও কক্সবাজার এবং কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষণীয় প্যাকেজ থাকছে মেলায়।  

এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।