ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের রাজশাহী-ঢাকা রুটের ৪ দিনের ফ্লাইট বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ১০, ২০১৯
বিমানের রাজশাহী-ঢাকা রুটের ৪ দিনের ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন/ সংগৃহীত

রাজশাহী: মিয়ানমারে দুর্ঘটনার কারণে সৃষ্ট প্লেন সংকটে রাজশাহী রুটে বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (১০ মে) রাজশাহী শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে শুক্রবার, শনিবার (১১ মে), রোববার (১২ মে) ও মঙ্গলবারের (১৪ মে) ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৩ মে’র (সোমবারে) নির্ধারিত ফ্লাইট চলবে।

বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মহিদুল ইসলামও একই তথ্য জানান। তিনি বলেন, বিমানের চলমান শিডিউল বিঘ্ন ঘটলেও ১৩ মে’র ফ্লাইট স্বাভাবিক থাকবে। এর পরের অবস্থা পরে নির্ধারণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে উড়োজাহাজ সংকট থাকায় বুধবার (০৯ মে) তিনটি ফ্লাইট বাতিল করে বিমান।

গত বুধবার (৮ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ৭৪ জন যাত্রী বহনে সক্ষম।

বাংলাদেশ সয়ম: ১৯৫০ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।