সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে হজ যাত্রীরা যাতে সব তথ্য পেতে পারে সেজন্য ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসটি চালু করা হয়েছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপস।
‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসের মাধ্যমে হজযাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, বিলম্ব নোটিফিকেশন্স, হজ ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল ও হজ নির্দেশনা জানতে পারবেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার যাত্রা নিশ্চিত করতে এ অ্যাপস চালু করেছে বিমান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
টিএম/এসএইচ